বড়দিনে ‘বড়’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ জানুয়ারি ২০২২ সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। পাশাপাশি কো-মরবিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও দেওয়া হবে এই ডোজ।

দেশজুড়ে ওমিক্রন (Omicron) ভেরিয়েন্ট সংক্রমণের ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে, কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা এবং ফ্রন্টলাইন কর্মী এবং প্রবীণ নাগরিকদের জন্য বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০২২ সালের ৩ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ফ্রন্টলাইন কর্মী এবং কোমরবিডিটি বা সহ অসুস্থতা থাকা ষাটোর্ধ নাগরিকরা ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা পুরোপুরি চলে যায়নি। বরং, নতুন রূপ ওমিক্রনে আক্রান্তদের খোঁজ মিলছে৷ ইতিমধ্যে ভারতেও বেশ কয়েকজনের শরীরে খোঁজ মিলেছে। তাই, বর্তমান পরিস্থিতিতে করোনাবিধি যথাযত ভাবে পালন করতে হবে।’
আরও পড়ুন- এবার মতুয়া বিদ্রোহ বিজেপিতে: দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ বিধায়ক
