Monday, August 25, 2025

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক

Date:

Share post:

লাগাতার ‘বিদ্রোহে’ রীতিমতো বেহাল অবস্থা রাজ্য বিজেপির(BJP)। সম্প্রতি মতুয়া সংগঠনের প্রতিনিধি পাঁচ বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ ত্যাগের পর এবার দলের রাজ্য এবং জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়ার (Bankura) চার বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন ওই চার বিজেপি বিধায়ক।

শনিবার বিজ্ঞপ্তি পেশ করে অন্যান্য জেলার পাশাপাশি এই দুটি সাংগঠনিক জেলার সভাপতি বদল করে রাজ্য বিজেপি। এরপরই একে একে গ্রুপ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। সূত্রের খবর, নয়া সভাপতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওই চার বিধায়ক। নতুন সভাপতির হাতে দায়িত্ব উঠলে জেলার সংগঠন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাই অবিলম্বে যোগ্য নেতৃত্বের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। এমনকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন ওই বিধায়করা। সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব আরো জোরালো হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত শনিবার বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের দলীয় কোন্দল ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। কমিটিতে মতুয়া সংগঠনের কোন প্রতিনিধিকে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ মতুয়ারা। ইতিমধ্যেই ৫ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপির। এরা হলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যানীর বিধায়ক অম্বিকা রায়, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, রানাঘাট দক্ষিণের বিধায়ক মকুটমণি অধিকারী, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। জল এত দূর গড়িয়েছে যে এ বিষয়ে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের আর্জি জানাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার অন্যান্য জেলাগুলিতেও বিজেপির ভাঙন দশা স্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন- Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হিমাচল প্রদেশ

 

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...