Sunday, August 24, 2025

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিধায়ককে ব্যাপক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফিরে একবার তৃণমূলের(TMC) উপর বেলাগাম হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক আশিস দাস(Ashish Das)। আগরতলার ধর্মনগরের কাছে বিধায়কের গাড়ি আটকে মারধোর চালানো হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তরফে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর থেকে ধর্মনগরে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক আশিস দাস। পথে তার গাড়ি ঘিরে ধরে বেশ কয়েক জন দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এরপর কিল-ঘুসি-চড় চালানো হয় বিধায়কের ওপর। ছিড়ে দেওয়া হয় জামা কাপড়। এই দুষ্কৃতীরা বিপ্লব দেবের অনুগামী বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বিধায়ক।

আরও পড়ুন:Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী

ন্যাক্কারজনক হামলার পর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। লিখিত বিবৃতিতে গোটা ঘটনাকে বিজেপির গুন্ডারাজ বলে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে সমবেত হওয়ার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এদিনই কাঞ্চনপুরে শতাধিক মানুষ আশিস দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল। তা মেনে নিতে না পেরে বিধায়কের উপর বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব ত্রিপুরার ঘাসফুল শিবির। জানুয়ারিতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে এই বিষয়টি নিয়ে ফের প্রতিরোধ গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...