Sunday, August 24, 2025

KMC: ৭০০ কোটি দেনার বোঝা নিয়েই নতুন তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখছেন ফিরহাদ

Date:

Share post:

সর্বকালীন রেকর্ড গড়ে ফের একবার কলকাতা পুরবোর্ড (KMC) গঠন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দ্বিতীয়বারের জন্য মেয়র (Mayor) হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) স্বপ্নের তিলোত্তমা বাড়ানোর অঙ্গীকার নিয়েই শপথ গ্রহণ করেছেন ফিরহাদ। মেয়র নয়, কলকাতাবাসীর প্রধান সেবক হিসাবেই কাজ করবেন তিনি।

আরও পড়ুন:Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগে ফের তিনদিনের গোয়া সফরে গেলেন অভিষেক

এদিকে নির্বাচনী ইশতেহারে তৃণমূলের “দশদিগন্ত”-কে বাস্তবায়িত করার কথাও ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। দালাল চক্র রুখে কলকাতাকে “ডিজিটাল” বানাতে চান তিনি। সব মিলিয়ে আগামী পাঁচ বছর তিলোত্তমাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর ফিরহাদ হাকিম ও পুরসভায় তাঁর সহযোদ্ধারা।

কিন্তু রয়েছে অনেক প্রতিকূলতাও। পুরসভার কোষাগারের অবস্থা সঙ্গিন। ৭০০ কোটি টাকা দেনার পুরসভার মাথায়। গত দু’বছরে করোনা অতিমারির কারণে রাজস্ব সংগ্রহ তলানিতে ঠেকেছে। বাম আমলে তো প্রচুর দেনা ছিল। এরপর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সময়েও দেনায় ডুবেছে কলকাতা পুরসভা। দেনা থেকে পুরসভাকে মুক্ত করতে একেবারেই ব্যর্থ ছিলেন শোভন। সেখান থেকে বের হওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের কাছে।

কলকাতার ৩৯তম মেয়র হিসাবে মঙ্গলবার শপথ নেওয়ার পরে ফিরহাদ হাকিম এই আর্থিক সঙ্কটের কথাই উল্লেখ করেন। মেয়রের কথায়, ‘‘যখন শপথ নিচ্ছি, ঠিক সেই সময়ে বিল আর দেনা মিলিয়ে পুরসভার মাথায় ৭০০ কোটি টাকার বোঝা রয়েছে। তবে বিশ্বাস করি, সবাই মিলে আয় বাড়াতে সক্ষম হব।’’ প্রসঙ্গত, ফিরহাদ হাকিম পুরসভার অর্থ দপ্তর নিজের হাতেই রেখেছেন।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...