Thursday, December 4, 2025

শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকায় গৌতম, অশোকের বিরুদ্ধে আলম, শঙ্করের চ্যালেঞ্জ প্রতুল

Date:

Share post:

সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে রেকর্ড গড়ে বিরাট জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই রাজ্যের আরও চার পুরনিগমের ভোটের বাদ্যি বেজেছে। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগম। ২২ জানুয়ারি ভোট। তার আগে বৃহস্পতিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং রাত ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চার পুরনিগমের ভোটে এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শিলিগুড়ি পুরসভা। কারণ, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরবোর্ড ২০১৫ সালের শেষ নির্বাচনে তৃণমূলের দখলে আসে। একমাত্র শিলিগুড়ি পুরসভা ভোট পরবর্তী জোট করে দখল করেছিল বাম-কংগ্রেস। মেয়র হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এরপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় শিলিগুড়ি পুরবোর্ডে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে সরিয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবকে।

এরই মাঝে ফের ভোট চলে এসেছে। অশোক ভট্টাচার্যকে মুখ করে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বিধায়ক শঙ্কর ঘোষকে মুখ করে শিলিগুড়ির ৪৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। আর বৃহস্পতিবার অন্য তিন পুরনিগমের সঙ্গে শিলিগুড়ি পুরসভার জন্যও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন গৌতব দেব। উল্লেখযোগ্যভাবে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন
প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার। তবে সকলের নজর ছিল ৬ এবং ২৪ নম্বর ওয়ার্ডের দিকে। ৬ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী হেভিওয়েট অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে লড়বেন মহম্মদ আলম। ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক শঙ্কর ঘোষকে। ওই আসনে তৃণমূলের বাজি পুরোনো সৈনিক প্রতুল চক্রবর্তী। এছাড়াও তালিকায় রয়েছে বেশকিছু নতুন মুখও। অভিজ্ঞ-তারুণ্যের মাঝে প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছেন মহিলারাও। ১৮ জন মহিলাকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:বিধাননগরে আবার তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে হাহাকার

spot_img

Related articles

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...