Wednesday, November 12, 2025

ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে

Date:

Share post:

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(Assembly election)। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর করছে গেরুয়া শিবির। রাজ্যে রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে কংগ্রেসের ক্ষেত্রে দেখা গেল গা-ছাড়া মনোভাব। নির্বাচনের আগে পাঞ্জাবে জনসভা বাতিল করে বিদেশ সফরে গেলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ঘটনায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে রাহুলের দায়বদ্ধতা নিয়ে।

সূত্রের খবর, গত বুধবারই দলের ১৩৭তম বর্ষপূর্তী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণের পর দেশ ছেড়েছেন ওয়েনাড়ের সাংসদ। জানা দিয়েছে গতবারের মতো এবারও তিনি নাকি ইতালিতে রয়েছেন তাঁর মামার বাড়িতে। তবে, রাহুলের গন্তব্য নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কংগ্রেস। শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কাজে বিদেশ সফরে গিয়েছেন তিনি। দলীয়স্তরে গুঞ্জন, আগামী ১৫ বা ১৬ জানুয়ারি জনসভা করতে পারেন সোনিয়া-তনয়।

আরও পড়ুন:Firhad Hakim: পাঁচ-ছ’জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন, ঘোষণা ফিরহাদের

এদিকে ভোটের মুখে রাহুল গান্ধীর এই বিদেশ সফর নিয়ে পাঞ্জাবে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে চাপা ক্ষোভ দানা বেঁধেছে। পাঞ্জাবে কংগ্রেস হাজারো সমস্যায় জর্জরিত। ক্ষমতায় প্রত্যাবর্তন না করতে পারলে সংগঠন ও সর্বভারতীয়স্তরের দলের ভাবমূর্তিতে ব্যাপক ছাপ পড়বে। এইঅবস্থায় বিদেশে যাওয়ায় ‘যুবরাজে’র দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রদেশ কংগ্রেস নেতার কথায়, মোগা সমাবেশ থেকে দলের ঐক্যবদ্ধ চেহারাটা তুলে ধরার প্রয়োজন ছিল। কিন্তু সেটাই ধাক্কা খেল। আরেক নেতার দাবি, ‘রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নিয়ে আমরা কিছুই জানি না। বিরোধীদের কটাক্ষ ও সুরজেওয়ালার সাফাইয়ের পর আমরা পুরোটা জেনেছি।’

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...