Thursday, August 21, 2025

Duare Sarkar: বাংলার মুকুটে নতুন পালক, জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’

Date:

Share post:

ফের রাজ্যের মাথায় উঠল সেরার মুকুট। রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া(CSI)-এর তরফে রাজ্য সরকারের এই প্রকল্পকে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১’-এ সম্মানিত করা হয়েছে। সাধারণ মানুষের দরজায় দরজায় পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব কর্মসূচীকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সম্মান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

২১-এর বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই প্রকল্পের অধীনে থাকা প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।২০২০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড  মতো জনপ্রিয় প্রকল্পগুলির পরিষবা প্রদান শুরু হয়। এমনকি ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অ্যাপেক্স কমিটিও গঠন করেছে রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকারের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে।

প্রসঙ্গত, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই হল ভারতের তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবচেয়ে বড় এবং অলাভজনক একটি সংস্থা। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি। তাঁরাই বাংলার এই কর্মসূচিকে দেশের মধ্যে সেরার শিরোপা দিলেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...