রোজভ্যালি মামলায় শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পাণ্ডের(Shreya Pandey) বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই(CBI)। সোমবার ওড়িশার খুর্দা আদালতে সিবিআই চার্জশিটে অভিযোগ তোলা হয়েছে পারিশ্রমিক নিয়েও রোজভ্যালিকে(Rose Valley) পরিষেবা দেননি শ্রেয়া ও তার সহযোগী সংস্থা।

চার্জশিটে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, শ্রেয়া পান্ডে এবং তার সহযোগী অন্দরসজ্জার নাম করে রোজভ্যালির থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন। অথচ রোজভ্যালিকে কোনও পরিষেবা দেওয়া হয়নি। পাশাপাশি সিবিআই সূত্রের খবর সল্টলেক থেকে মন্দারমনিতে অফিস সরানো, মন্দারমণিতে হোটেল তৈরির সময় শ্রেয়াকে টাকা দেওয়া হয় রোজভ্যালির তরফে। এমনকি শ্রেয়ার বিদেশযাত্রার খরচ বহন করেছিল এই চিটফান্ড সংস্থা। কেন এই টাকা দেওয়া হয়েছিল সেই সকল প্রশ্নের কোন সদুত্তর পায়নি সিবিআই। যার জেরে অভিযুক্ত হিসেবে রোজভ্যালি মামলার চার্জশিটে শ্রেয়া পাণ্ডের নাম তোলা হয়েছে সিবিআইয়ের তরফে।

Previous articleDuare Sarkar: বাংলার মুকুটে নতুন পালক, জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’
Next articleMETRO RAIL: নতুন বছরের শুরুতেই ফের ব্যাহত মেট্রো পরিষেবা