করোনাকে (Corona) জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে পায়ে হেঁটেই গাড়িতে ওঠেন বিদ্যুৎ, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রামেই থাকতে হবে মন্ত্রীকে, এমনটাই জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকেরা। মন্ত্রীর চিকিৎসায় ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এই মেডিক্যাল বোর্ডে ছিলেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পাণ্ডা। তাঁদের পরামর্শেই ছুটি দেওয়া হয় অরূপ বিশ্বাসকে।

আরও পড়ুন:সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, ককটেল থেরাপির খরচ কমানোর আবেদন কেন্দ্রকে
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সমস্ত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান অরূপবাবু। পাশাপাশি এই করোনা মোকাবিলায় সকলকেই খুব সাবধানেই থাকতে হবে সতর্কও করেন বিদ্যুৎমন্ত্রী।
গত শনিবার কোভিডে আক্রান্ত অরূপকে বিশ্বাসকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই সময় তাঁর শরীরে কিছু মৃদু উপসর্গ ছিল বলে জানা গিয়েছিল। এরপর একাধিক শারীরিক একাধিক পরীক্ষা হয় তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। রক্ততেও বিশেষ কিছু ধরা পড়েনি। জ্বর নেই।