Sunday, August 24, 2025

মজিবরের মৃত্যু শোকের মধ্যেই ১৫ দফা দাবিতে আগরতলায় রাজভবন অভিযান তৃণমূলের

Date:

Share post:

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষরক্ষা হয়নি। বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম ত্রিপুরার (Tripura) তৃণমূল (TMC) নেতা মুজিবুর ইসলাম মজুমদার আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তৃণমূল নেতার মৃতদেহ কলকাতা থেকে আগরতলায় নিয়ে যাওয়া হবে আজই। মজিবরের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে।

এরই মধ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আগরতলায় (Agartala) রাজভবন অভিযান (Rajbhaban Avijan) করবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল। ১৫ দফা দাবিতে তৃণমূলের এই রাজভবন অভিযান। দলমত নির্বিশেষে প্রতিটি ত্রিপুরাবাসীকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল। আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে জমায়েত হয়ে রাজভবন অভিমুখে যাবে এই মিছিল। তার আগে মুজিবর ইসলাম মজুমদারের মৃত্যুর জন্য নীরবতা পালন করবে তৃণমূল।

আরও পড়ুন:বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম ত্রিপুরার তৃণমূল নেতা মজিবর ইসলামের মৃত্যু

রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার চরম অবনতি, প্রতিনিয়ত মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন, ব্যাপকহারে বাড়িঘর দোকানপাট ভাঙচুর, লুটপাট, বিরোধীদলের কর্মী নেতাদের উপর আক্রমন, কার্যালয় পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া, সাংবাদিক নিগ্রহ এবং সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত আক্রমন ও হেনস্থা তথা বাইক বাহিনীর দৌরাত্মের প্রতিবাদে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বলে জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...