Wednesday, November 26, 2025

Chief Minister: রাজ্যের সীমানায় RTPCR টেস্ট মাস্ট, নিয়ম ভাঙলে কড়া হবে প্রশাসন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে ক্রমেই বাড়ছে কোভিড (Covid) সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তাঁর বার্তা, নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। তিনি জানান, আন্তঃরাজ্য সীমানায় RTPCR টেস্ট করতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ প্রাণঘাতী নয়। কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। রাজ্যে 45417 জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি 2920 জন বলে জানান মমতা। “আমরা ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ জনকে টিকাকরণ করতে পেরেছি।গত কয়েকদিনে ৪৫,৪১৭ জন পজিটিভ হয়েছে। ২৯২০ জন হাসপাতালে ভর্তি। রাজ্যে ১৯৪টি কোভিড হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। রাজ্যে কনটেমেন্ট জোন ৪০৭টি। হোম আইসোলেশনে রয়েছেন ৩০ হাজার ৮৮১ জন। রাজ্যে পজিটিভিটি রেট ২৩.১৭ শতাংশ। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯৬.৮৫ শতাংশ মানুষ।”

গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও শুরু হয়েছে ১৮ বছরের নিচে টিকাকরণ। এখনও পর্যন্ত রাজ্যে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭ জনকে টিকা দেওয়া হয়েছে। ১৮-র উপরে ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৪৩৭ জন। ১৮-র নীচে ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জন টিকা নিয়েছেন।

আরও পড়ুন- Anupam Hazra: কে যে প্রার্থী বাছাই করে! পুরভোটে বিজেপির ব্যর্থতায় নেতৃত্বকে তোপ অনুপমের

রাজ্যবাসীকে করোনা সংক্রমণ রোধে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “মাস্ক (Mask) পরতেই হবে। হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। মেয়েরা চুল ঢাকুন। ছেলেরা টুপি পরুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেদের সচেতন হতে হবে। এটা নিজে বাঁচতে করতে হবে।” বাজার থেকে ফিরে জামা-কাপড় বদলে, হাত পা ধুয়ে নিন। বাজার থেকে আনা জিনিসপত্র ধুয়ে রাখুন- পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, “ট্রেন বন্ধ করলে বলবে বন্ধ করে দিয়েছি। এগোলেও দোষ, পিছোলেও দোষ। মানুষকে ফেস করতে হচ্ছে।”  তিনি জানান, করোনা (Corona) বাড়লে আরও বিধিনিষেধ জারি করতে পারে সরকার।

পুলিশের উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত। করোনা আক্রান্তদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...

ট্রেনে উঠে গন্তব্য বদল! রাজ্যপালের গতি প্রকৃতিতে ফের প্রশ্ন

ট্রেনে আচমকা আলাপেই নিজের গন্তব্য বদলে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ সফরে নির্ধারিত পথ বদলে সোজা...

কমিশনে যাবে ১০ প্রতিনিধিই: ফের চিঠিতে জানালেন ডেরেক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে আজও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি কমিশন। তাই এবার দিল্লিতেই কমিশনের দফতরে গিয়ে তৃণমূল...