Friday, November 7, 2025

SET:করোনা আবহেই সুষ্ঠুভাবে হল রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট

Date:

Share post:

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই রবিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় সেট পরীক্ষা। কোভিড বিধি মেনে একঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন:আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

রাজ্যজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরইমধ্যে সেট পরীক্ষা স্থগিত না করে পূর্বের সিদ্ধান্ত মত পরীক্ষা নেওয়া হয়।  করোনার প্রতিকূলতা সত্ত্বেও সেট বা অধ্যাপক নিয়োগের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করে শিক্ষা দফতর। প্রতিটি কেন্দ্রে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোভিড বিধি মেনে স্যানিটাইজার থেকে শুরু করে দূরত্ববিধি এবং প্রতিটি কেন্দ্রে আইসোলেশন রুমেরও ব্যবস্থা করা হয়। যাতে কোনও পরীক্ষার্থী কোভিড পজিটিভ হলে তিনি আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থীকেই বসানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য,বিভিন্ন সংগঠনের তরফে দাবি উঠেছিল, করোনার মধ্যে রবিবারের পরীক্ষাটি স্থগিত হোক। তবে দফতর এবং কমিশন একেবারে শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করতে রাজি হয়নি। পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবেই তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এক শীর্ষ আধিকারিক।

করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় এববছর সেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর। তবে এবারও সেই করোনা কাঁটা। তবে প্রথমে স্থগিতের কথা উঠলেও পরীক্ষার্থীদের কথা ভেবেই করোনা আবহে অনুষ্ঠিত হল সেট পরীক্ষা।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...