Monday, January 12, 2026

SET:করোনা আবহেই সুষ্ঠুভাবে হল রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট

Date:

Share post:

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই রবিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় সেট পরীক্ষা। কোভিড বিধি মেনে একঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন:আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

রাজ্যজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরইমধ্যে সেট পরীক্ষা স্থগিত না করে পূর্বের সিদ্ধান্ত মত পরীক্ষা নেওয়া হয়।  করোনার প্রতিকূলতা সত্ত্বেও সেট বা অধ্যাপক নিয়োগের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করে শিক্ষা দফতর। প্রতিটি কেন্দ্রে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোভিড বিধি মেনে স্যানিটাইজার থেকে শুরু করে দূরত্ববিধি এবং প্রতিটি কেন্দ্রে আইসোলেশন রুমেরও ব্যবস্থা করা হয়। যাতে কোনও পরীক্ষার্থী কোভিড পজিটিভ হলে তিনি আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থীকেই বসানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য,বিভিন্ন সংগঠনের তরফে দাবি উঠেছিল, করোনার মধ্যে রবিবারের পরীক্ষাটি স্থগিত হোক। তবে দফতর এবং কমিশন একেবারে শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করতে রাজি হয়নি। পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবেই তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এক শীর্ষ আধিকারিক।

করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় এববছর সেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর। তবে এবারও সেই করোনা কাঁটা। তবে প্রথমে স্থগিতের কথা উঠলেও পরীক্ষার্থীদের কথা ভেবেই করোনা আবহে অনুষ্ঠিত হল সেট পরীক্ষা।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...