Saturday, August 23, 2025

Suicide Update: বকখালির আত্মহত্যাকাণ্ডে ধৃত পাঁচজনের তিনদিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বকখালির (Bakkhali) ঝাউবনে ফেসবুকে লাইভ করে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সুলতানপুর থেকে পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতেরা সকলেই মৃত নস্কর পরিবারের মেয়ে পুনম দাসের (Punam Das) প্রতিবেশী। তাঁরা সকলেই ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। অভিযোগ, শনিবার তাঁরাও পুনমের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। পুনমের করা এফআইআরের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মারধর, যৌন নিগ্রহ, আত্মহত্যার প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কুলপি থানায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় এই মহিলাদের নাম আছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। যে ব্যাঙ্কে টাকা জমা পড়ার কথা ছিল সেই ব্যাঙ্কের ম্যানেজারকেও তদন্তের জন্য ডাকা হবে।

পুনম দাসের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দশ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। রবিবার, বকখালির জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় কুলপির হাঁড়ার বাসিন্দা পুনমির বাবা-‌মা ও ভাই। অভিযোগ, টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল পুনম ও তাঁর বাপেরবাড়ির লোকেদের। যার জেরে আত্মহননের পথ বেছে নেয় পুনমমের পরিবার তিন জন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে। ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে।”

আরও পড়ুন- Abhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...