Sunday, August 24, 2025

স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য

Date:

Share post:

দেশজুড়ে সমস্ত নির্বাচন ব্যালটে করার দাবি জানিয়ে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাবা নন্দকুমার বাঘেল(Nand Kumar Baghel)। আর যদি তা না করা হয়, তাহলে তিনি ‘স্বেচ্ছামৃত্যু’র পথ বেছে নেবেন। আর সেজন্য অনুমতি চাইলেন খোদ রাষ্ট্রপতির কাছে! স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বাবার এহেন চিঠি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ছত্তিশগড়ে।

চিঠিতে বাঘেল লিখেছেন, “দেশের মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ইভিএম মেশিনে আমি যে নামের পাশে বোতাম টিপছি, কোনও গ্যারান্টি নেই সেখানেই ভোটটা যাচ্ছে কিনা। এই পরিস্থিতিতে, যখন আমার সমস্ত অধিকার বিঘ্নিত হচ্ছে, আমার বেঁচে থাকার উদ্দেশ্যই হারিয়ে গিয়েছে। ভারতের একজন নাগরিক হিসেবে আমার চৈতন্য আমাকে বেঁচে থাকার অনুমতি দিচ্ছে না। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনি শপথ নিয়েছেন দেশের সংবিধানকে রক্ষা করার। কিন্তু আমার সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়। আর তাই মৃত্যু ছাড়া আমার আর কোনও উপায় নেই।” একই সঙ্গে ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনও সংস্থায় এখনো প্রমাণ করতে পারেনি ইভিএম ১০০% ত্রুটিমুক্ত। ফলে এমন পদ্ধতি চালু রাখার কোনো যুক্তি নেই।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টি, কমবে তাপমাত্রা

আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। যদি তার মধ্যে ব্যালট পদ্ধতিতে ভোটদান ফের দেশজুড়ে চালুর ঘোষণা না করা হয় তাহলে ওইদিনই মৃত্যুর পথ বেছে নেবেন বলে জানাচ্ছেন ‘রাষ্ট্রীয় মতদাতা জাগৃতি মঞ্চে’র সভাপতি প্রবীণ নন্দকুমার। উল্লেখ্য, এর আগেও তাঁকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। কিন্তু এভাবে নিজের দাবি পূর্ণ না হলে স্বেচ্ছামৃত্যুর হুমকি দিতে এর আগে দেখা যায়নি তাঁকে।

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...