Roopa Ganguly:বিজেপির অস্বস্তি বাড়িয়ে ট্রেন দুর্ঘটনার CBI তদন্তের দাবি করলেন দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়

বিজেপির অস্বস্তি বাড়িয়ে ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুক পোস্টে তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, ‘সামনে নির্বাচন, অনেক বছর রেল নিয়ে কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা৷’ এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই বিকানের এক্সপ্রেসের বেলাইন হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ৷

আরও পড়ুন:Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

দুর্ঘটনার পর ফেসবুকে রূপা লেখেন,’ ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে, ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা।’



ইতিমধ্যেই জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল৷ কিন্তু তাঁর যে সেই তদন্তে আস্থা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়৷ এখনও পর্যন্ত জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তদন্তে রেলমন্ত্রী রেলের যন্ত্রাংশের গোলযোগ বলেই ব্যাখ্যা করেছেন। কিন্তু দলের সাংসদ হয়েও রূপা গঙ্গোপাধ্যায়ের এই অভিযোগ বিজেপি-কেও অস্বস্তির মধ্যে ফেলে দিল৷

প্রসঙ্গত এর আগে কলকাতা পুরসভায় বিজেপি-র প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যু এবং পরে পুরভোটে তাঁর স্বামীকে টিকিট না দেওয়া নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রূপা৷ এবার ট্রেন দুর্ঘটনা নিয়েও রূপার এই পোস্টে নতুন বিতর্ক শুরু হল৷

Previous articleGuideline: কোভিড পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন স্বাস্থ্য দফতরের, এক নজরে কী আছে তাতে
Next articleপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী চেয়েছেন মুখ্যমন্ত্রী?