Guideline: কোভিড পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন স্বাস্থ্য দফতরের, এক নজরে কী আছে তাতে

কোভিড পরীক্ষায় নয়া গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশিকা অনুযায়ী, উপসর্গহীনদের আর কোভিড পরীক্ষার প্রয়োজন নেই।

এবার থেকে উপসর্গহীনদের (Asymptomatic) আর কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই। নয়া গাইডলাইন (Guideline) প্রকাশ করে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। কোভিডের (Covid) তৃতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা (Guideline) রাজ্য জানাল, উপসর্গহীন হলে আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে এলেও পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন-প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, মহিষাদলে ২৬ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ শুরু

তবে, এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে।

• কোভিড আক্রান্তের সংস্পর্শে আসা কোনও ব্যক্তি যদি কোমর্বিড হন,

• ষাটোর্ধ্ব, ডায়াবেটিক, ফুসফুস বা কিডনির সমস্যায় আক্রান্ত হন,

• হাসপাতালে চিকিৎসাধীন কোনও ব্যক্তির যদি উপসর্গ থাকে,

• উপসর্গ থাকা বা উপসর্গহীন অন্তঃসত্ত্বা মহিলা,

• অন্য দেশ থেকে আসা কোনও ব্যক্তি,

তাঁদের করোনা পরীক্ষা করাতেই হবে।

জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে করোনা পরীক্ষা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে দেখতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Previous articleপদত্যাগের চাপ বাড়ছে বরিসের, ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি
Next articleRoopa Ganguly:বিজেপির অস্বস্তি বাড়িয়ে ট্রেন দুর্ঘটনার CBI তদন্তের দাবি করলেন দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়