Wednesday, November 12, 2025

এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়, নদীর চরে মিলল টাটকা পায়ের ছাপ

Date:

Share post:

বাঘের(Tiger) আতঙ্ক কাঁটা এবার দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা। নদীতে জল ফেলতে যাওয়ার সময় এদিন সকালে এলাকার মৎস্যজীবীদের নজরে আসে রয়েল বেঙ্গলের পায়ের ছাপ। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার(PatharPratima) পূর্ব শ্রীপতিনগরের কে প্লটের হাজার বিঘায়। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা(ForestWorker)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নদীর চরের একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে ঠাকুরান নদীর চরেও। নদীর ওপারেই আজমলমারি ও ঢুলিভাসানির জঙ্গল। ফলে বাঘটি আবার জঙ্গলে ফিরে গিয়েছে নাকি এলাকাতে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ব্যাঘ্র আতঙ্কের খবর বনদপ্তরে পৌছানোর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। রামগঙ্গার রেঞ্জার অসীম দণ্ডপাট বলেন, “পায়ের ছাপগুলি যে বাঘের তা নিশ্চিত। সমস্ত সরঞ্জাম নিয়ে বনকর্মীরা এলাকায় পৌঁছে বাঘটি কোথায় আছে তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আশা করি সব জানা যাবে।”

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী চেয়েছেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, গত সোমবার বাঘের আতঙ্ক ছড়িয়েছিল গোসাবার মথুরাখণ্ড এলাকায়। বাঘের হামলায় মৃত্যু হয়েছিল বেশ কিছু গবাদি পশুর। যদিও ২৪ ঘন্টার মধ্যেই বাঘটিকে খাঁচাবন্দি করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন বনকর্মীরা। সেই ঘটনার পর এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়।

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...