Tuesday, November 11, 2025

Republic Day:প্রজাতন্ত্র দিবসে ফের বাতিল বাংলার ট্যাবলো!

Date:

Share post:

রাজ্যকে ফের কেন্দ্রের বঞ্চনা। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাঠানো ট্যাবলো বাতিল করল দিল্লি। জানা গেছে,প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে বাংলা থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল, তার বিষয় ছিল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ’।তাও সেই ট্যাবলো বাতিল করল কেন্দ্র।

আরও পড়ুন:বিজেপি-র বৈঠকের আগেই পোস্টারে সরগরম পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস চত্বর

আর মাত্র ১০ দিন পরেই রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির প্যারেড গ্রাউন্ডে এদিন বিভিন্ন রাজ্যের ট্যাবলো দেখা যায়। ইতিমধ্যেই এনিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। কিন্তু এখনও প্রতিরক্ষামন্ত্রকের তরফে বাংলার ট্যাবলো নির্বাচিত হয়েছে বলে জানানো হয়নি। এমনকি বৈঠকেও পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি। শেষ মুহূর্তে বড়সড় কোনও পরিবর্তন না ঘটলে দিল্লির রাজপথে এ বারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা যাবে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। যদিও স্বারাষ্ট্রমন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে পশ্চিবঙ্গের ট্যাবলো বাতিলের বিষয়ে কিছু জানানো হয়নি।

এই প্রথম নয়, ২০২০ সালেও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলো বাদ পড়েছিল।সেবারে রাজ্য সরকার ট্যাবলোর বিষয় হিসেবে কন্যাশ্রী-সহ যে তিনটি প্রস্তাব দিয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট বাছাই কমিটি তা খারিজ করে দেয়। তবে এবারে সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি ট্যাবলো বাতিল করায় ক্ষুব্ধ রাজ্য।

জানা গেছে, এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর জন্য এবার প্রজাতন্ত্র দিবসের থিম,’আজাদি কা অমৃত মহোৎসব’। তাই যা বিবেচনা করেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেডে ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’ ভাবনা তুলে ধরার চেষ্টা হয়। ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি। সেইসঙ্গে বেছে নেওয়া হয়েছল দুটি গানও। কিন্তু তাতেও ঠাঁই পেল না বাংলা।

তবে রাজ্যকে বাদ দিলেও ১২টি রাজ্যকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সাধারনতন্ত্র দিবসে কুচকাওয়াজে তাদের ট্যাবলো থাকছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুনাচল পদেশ, দিল্লি ,পাঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাট, হরিয়ানাও।

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...