বিজেপি-র বৈঠকের আগেই পোস্টারে সরগরম পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস চত্বর

বঙ্গ বিজেপির কোন দল একেবারে রাস্তায় কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকের আগেই জয়প্রকাশদের লক্ষ্য করে পোস্টার-স্লোগান

bjp

নতুন রাজ্য কমিটি তৈরি হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে তুষের আগুনের মতো ছড়িয়েছে। বিক্ষোভ একের পর এক মন্ত্রী-নেতারা ছেড়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করেছেন অনেকেই। একজোট হয়ে বিক্ষুব্ধ নেতারা বৈঠকও করেছেন। শনিবার দুপুর দুটোয় কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকে বসছেন (BJP Meeting) বিক্ষুব্ধ নেতারা। সূত্রের খবর, থাকছেন (BJP Meeting) শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। থাকতে পারেন সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারিরা। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া বাঁকুড়া, নদিয়ার বিক্ষুব্ধ বিধায়কদেরও ডাকা হয়েছে। কিন্তু তার আগেই উত্তেজনা ছড়িয়েছে বৈঠক চত্বরে। জয়প্রকাশদের লক্ষ্য করে “সেটিংবাজ, চিটিংবাজ নেতা দূর হাটো”, “সেটিং নেতারা সাবধান”- এই সব পোস্টার পড়েছে।

আরও পড়ুন-ফের বিস্ফোরক তথাগত: বঙ্গবিজেপি কি মৃত্যুপথযাত্রী? টুইটে তোপ

 

Previous articleফের কি ‘এক’ হচ্ছেন আমির-কিরণ?
Next articleRepublic Day:প্রজাতন্ত্র দিবসে ফের বাতিল বাংলার ট্যাবলো!