রাজ্যের মন্ত্রী। তবে, নিজের বিধানসভা এলাকায় তিনি ভূমিপুত্র। ফলে, টুসু উৎসবের দিনে এক অভিনব দৃশ্য দেখল ডেবরা (Debra) বিধানসভা কেন্দ্রের ডুয়া বালিচক। শনিবার, এলাকায় একটি উন্নয়ন সংক্রান্ত বৈঠকে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর হুমায়ুন কবীর (Dr Humayun Kabir)। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। ছিলেন বিরোধীদলের প্রতিনিধি-সহ সাধারণরাও। ফেরার সময় টুসু উৎসব (Tusu Festival) চলাকালীন রাস্তার উপর মন্ত্রীকে দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষ। সেখানে মানুষদের সঙ্গে কথা বলতে নামেন হুমায়ুন কবীর। মন্ত্রীকে এভাবে কাছে পেয়ে তাঁকে নাচের জন্য অনুরোধ করেন স্থানীয়রা। মন্ত্রীমশাইও রাস্তার উপরেই গাড়ি রেখে এলাকার মানুষের সঙ্গে একেবারেই ঘরের ছেলের মতো নাচের তালে পা মেলান।

হুমায়ুন কবীর বলেন, তিনি কোনোদিন বহিরাগত ছিলেন না। তিনি সবসময় সমস্ত ডেবরা এলাকার কাছের মানুষ ছিলেন আর থাকবেন। উন্নয়নে কাজ করে যাবেন। মন্ত্রীর এমন ব্যবহারে আপ্লুত স্থানীয়রা।
