চারদিন নিখোঁজ থাকার পর শেষমেশ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল চারমাসের শিশুকন্যার দেহ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ঢাকনা বন্ধ ট্যাঙ্কের ভিতরে সদ্যজাতটি পড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা, শুরু পারদ পতন, জাঁকিয়ে শীত কবে?

মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের ওই শিশুকন্যা৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে৷ শনিবার সন্ধ্যায় বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে৷ অভিযোগ, অপহরণের পর শিশুকন্যাকে শৌচালয়ের ট্যাঙ্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে৷

শিশুকন্যার অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়লপোখর থনার পুলিশ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, বন্ধ ঢাকনা খুলে কী করে শিশুটি পড়ে গেল, ফের কী করে ঢাকনা বন্ধ হয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।