Tuesday, December 23, 2025

বিজেপি ছাড়লেই আর টিকিট নয় সমাজবাদী পার্টিতে!

Date:

Share post:

বিজেপি ছেড়ে এসেই কেউ যদি ভাবেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিট পাওয়া যাবে, তা আর হবে না। ভোটের মুখে টিকিটপ্রত্যাশী দলবদলুদের বার্তা দিয়ে ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। উত্তরপ্রদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।

যোগী সরকার (Yogi Adityanath Government ( থেকে পদত্যাগ করা দুই মন্ত্রী সহ সাতজন প্রাক্তন বিধায়ককে স্বাগত জানানোর ২৪ ঘণ্টা পর শনিবার সকালে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই অবস্থান জানান। তিনি বলেন, সমাজবাদী পার্টিতে কোনও বিজেপি বিধায়ক বা মন্ত্রীর জন্য আর কোনও জায়গা নেই।

টিকিটপ্রত্যাশীদের বিষয়ে অখিলেশ লখনউতে সাংবাদিকদের বলেন, আমি আর কোনও বিজেপি বিধায়ক বা মন্ত্রীকে নেব না। বিজেপি চাইলে তাদের নেতাদের টিকিট দেবে না। আমি কী করতে পারি?
উল্লেখ্য, সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান শুক্রবার  দুই প্রাক্তন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি এবং আরও পাঁচজন বিজেপি বিধায়ক এবং শাসক জোটের সহযোগী আপনা দলের একজন বিধায়ককে দলে নিয়েছেন। অনগ্রসর শ্রেণির বেশ কিছু প্রভাবশালী নেতা দলবদল করায় বিজেপির উত্তরপ্রদেশের ক্ষমতা দখল সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: Weather Forecast: কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা, শুরু পারদ পতন, জাঁকিয়ে শীত কবে?

অখিলেশ যাদবের এদিনের ঘোষণাটি এসেছে মূলত ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ (Chandrashekhar Azad), আজাদ সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগির আলোচনা ভেঙে যাওয়ার পর। অখিলেশ যাদব বলেন, আমরা এখন বলছি আমরা আর কোনও নেতাকে সমাজবাদী পার্টিতে নিতে পারব না। মানুষকে একত্রিত করতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু তারপর এখন আর কাউকে নেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক মহলের বক্তব্য, ভোটের মুখে বিজেপি বা অন্য দলত্যাগীদের ঢালাও টিকিট দেওয়া হলে ত্যাগ স্বীকার করতে হবে সমাজবাদী পার্টির যোগ্য টিকিট প্রত্যাশীদের। এতে সপার অন্দরে ক্ষোভ বাড়তে থাকবে। তাই আগেভাগেই ব্রেক কষলেন অখিলেশ যাদব।

 

spot_img

Related articles

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...