Sunday, January 11, 2026

শুধু কার্টুনিস্ট নন, পুরোদস্তুর শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ

Date:

Share post:

কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সঙ্গে শুকতারা নবকল্লোলের সম্পাদিকা রূপা মজুমদার

নারায়ণ দেবনাথ অর্ধশতাব্দীর বেশি সময় ধরে একের পর এক গল্প বলে গিয়েছেন। মাসে তিনটে করে। বাঁটুল, হাঁদাভোঁদা, নন্টে ফন্টে। তার সঙ্গে বাহাদুর বেড়াল, গোয়েন্দা কৌশিক। বাঁটুলের বয়স এখন ৫৫। হাঁদাভোঁদার বয়স এখন ৬৫। এই দীর্ঘ সময় ধরে দুপাতায় এক একটা স্বয়ং সম্পূর্ণ গল্পের শ্রষ্টা। এমন একজন সৃজনক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বকে কি শুধু কার্টুনিস্ট বা ব্যঙ্গচিত্রী বলা যায়? তিনি তো একজন পুরোদস্তুর গল্পকার। একজন শিশু সাহিত্যিক। এ ছাড়া অন্য কোনও অভিধায় তাঁকে কি মানায়?

সবচেয়ে বড় কথা, নারায়ণ দেবনাথ নিজে শিশু সাহিত্যিক হিসেবে অভিহিত হতে চাইতেন। উনি বলতেন, আমি ছবিতে গল্প বলি। আমি গল্প ছবিতে আঁকি। সুতরাং, আমি শিশু সাহিত্যিক।

এ নিয়ে ক্ষোভ ছিল, বিশেষত লোকে যখন কমিকসের সাহিত্যগুণ নিয়ে সংশয় প্রকাশ করত। দুঃখ পাওয়ার পরক্ষণেই সব এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে বলতেন, আমি মানুষকে আনন্দ দিতে পেরেছি, মানুষ সেটা স্বীকার করে, এটাই আমার সবচেয়ে বড় স্বীকৃতি।

আরও পড়ুন: নারায়ণ দেবনাথ : একটি প্রতিষ্ঠান, একটি যুগ, সাহিত্যে বেনজির

আদ্যোপান্ত একজন সহজ সরল বাঙালি। খেতে ভালবাসতেন, খাওয়াতেও। প্রিয় খাবার ছিল ফিস ফ্রাই। পছন্দের মাছের তালিকায় ইলিশ চিংড়ি দুই-ই ছিল। পছন্দের পোশাক ধুতি পাঞ্জাবি। নিজের তৈরি করা চরিত্রগুলোর বাইরে টম অ্যাণ্ড জেরি আর টারজান ছিল ভীষণ পছন্দের। সুধীন্দ্রনাথ রাহা অনূদিত টারজানের গল্পের ইলাসট্রেশনও করেছেন। কর্মজীবন শুরুই করেছিলেন দেব সাহিত্য কুটিরে, অলংকরণশিল্পী হিসেবে। প্রচ্ছদের রূপকার ছিলেন। তার পর তৈরি করলেন একের পর এক অনবদ্য সব চরিত্র। চিন-ভারত যুদ্ধের আবহে এল বাঁটুল দ্য গ্রেট। এল বাহাদুর বেড়াল, শুকতারার ভেতরে এক পাতা জুড়ে থাকত। এল গোয়েন্দা কৌশিক। শুকতারার প্রছদে তার যাত্রা শুরু। এল ডানপিটে দাদু আর কেমিক্যাল খাঁদু। ‘ছোটদের আসর’ পত্রিকায় প্রথম প্রকাশিত হলেও বহু বাংলা পত্রিকার পৃষ্ঠায় এই দারুণ চরিত্র দুটোকে দেখা গিয়েছে। এ সবের বাইরেও ‘হিরের টায়রা’ একটা পূর্ণাঙ্গ কমিক স্ট্রিপ। প্রকাশিত হয় ১৯৬৫তে ‘নবকল্লোল’-এ। ‘পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ন’ বের হয় ১৯৬৯-এ।

বেশিরভাগ চরিত্রের নামে থাকত অনুপ্রাসের সূত্রে হাসির গমক। কী সব নাম! বেঁটে বক্রেশ্বর, পাঁকাল পেলো, গুলে গুণ্ডা, খুনে খ্যাঁদা, বক্সার হেঁপো বক্সি, গুপি গুঁই, মোক্ষদা মল্লিক ইত্যাদি। আর  বিশেষণের বিভীষিকার মধ্যে গোঁজা থাকত হাসির তারাবাজি। হতচ্ছাড়া, হতভাগা, ধেড়ে, হুমদো, বেল্লিক, ছুঁচো, মর্কট ইত্যাদি। একেবারে আগ মার্কা বঙ্গজ শব্দ যাতে যতটা না রাগ ছিটকায় তার চেয়ে বেশি ঝরে হাসির ফুলকি।

একেবারেই চাইতেন না আধুনিকীকরণ হোক। চাইতেন না, ডিজিটালের কেতাদুরস্ত ছোঁয়ায় প্রাণ হারাক তাঁর চরিত্রগুলো। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনভাবেই নিজের তৈরি চরিত্রগুলোকে নিখাদ জায়মান দশার বিশুদ্ধতা সমেত রেখে দিয়ে চলে গেলেন নারায়ণ দেবনাথ। তাঁর চরিত্র তাঁর জীবনসীমার পরেও বিবর্তিত বিবর্ধিত রূপান্তরিত হোক, এটা তো তিনি চাননি। কোনোদিনই চাননি। সেই ইচ্ছেটুকুর যেন মর্যাদাহানি না হয়।

 

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...