Thursday, December 18, 2025

দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

Date:

Share post:

বঙ্গ দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া বিজেপিকে(BJP) একা তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নাস্তানাবুদ করেছিলেন তা দেখেছে গোটা দেশ। ফলে বাংলায় বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ওপর দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকখানি। বিজেপি শাসনে ক্ষুব্ধ দেশবাসী চাইছেন এবার কেন্দ্রে ‘মোদি হটাও’ লড়াইয়ে নেতৃত্ব দিক বাংলার মুখ্যমন্ত্রী(chief minister)। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হল সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষায়(mood of the nation survey)।

কংগ্রেস মানতে না চাইলেও তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে এই মুহূর্তে বিজেপি বিরোধী মুখ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের এই দাবি প্রতিষ্ঠিত হল শুক্রবার প্রকাশ্যে আসা ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষাতে। প্রকাশিত সমীক্ষায় দেশের জনপ্রিয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে এলেও, তার জনপ্রিয়তা আগের চেয়ে কমে গিয়েছে অনেকখানি। আগে যে সংখ্যাটা ৭৮ শতাংশ ছিল বর্তমানে সমীক্ষাতে অংশ নেওয়া ৬৩ শতাংশ মানুষ মোদিকে পছন্দ করছেন। তবে এবার সমীক্ষার সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল বিরোধী মুখ। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের অধিকাংশই বিরোধী মুখ হিসেবে এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমীক্ষায় অংশ নেওয়া ১৭ শতাংশ মানুষ মনে করছেন মোদিকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অপেক্ষা রাখে না বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘নাকের জলে চোখের জলে’ করার পর দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মানুষের মনে ভরসা জেগেছে বিজেপিকে টক্কর যদি কেউ দিতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:দলীয় কোন্দলে জর্জরিত বিজেপি, ‘বিক্ষুব্ধ’ শান্তনুদের কড়া বার্তা দিলীপের

মমতার ঠিক পর বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমীক্ষা অংশ নেওয়া মানুষের কাছে দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। কেজরিওয়ালের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষের মাত্র ১১ শতাংশ তাঁকে চাইছেন জোটের মুখ হিসেবে। দেশজুড়ে ক্রমাগত ব্যর্থতার নজির তৈরি করা কংগ্রেসের উপর মানুষের ভরসা যে ক্রমশ উঠে যাচ্ছে এই সমীক্ষার ফলাফল সেটাই তুলে ধরছে।

তবে শুধু বিরোধী জোটের মুখ নয়, এই সমীক্ষার রিপোর্টৈ উঠে এসেছে মুখ্যমন্ত্রী হিসেবেও উদ্দেশ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওড়িশার নবীন পট্টনায়েক। নিজে রাজ্যে তাঁর জনপ্রিয়তা ৭১ শতাংশ। তা ঠিক পর দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্যে মমতার জনপ্রিয়তা ৬৯.৯ শতাংশ। তৃতীয় স্থানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তবে অদ্ভুতভাবে জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম ৬টি স্থানে কোনও বিজেপি মুখ্যমন্ত্রীর নাম নেই।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...