Friday, December 26, 2025

Tripura: সাতসকালে দুষ্কৃতী হামলায় মৃত ব্যবসায়ী, ‘বারুদের স্তুপের উপর রাজ্য’ তোপ তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরা(Tripura) রাজ্যে আইন-শৃংখলার অবস্থা ভয়াবহ, বারবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল(TMC)। শনিবার সকালে তারই প্রতিচ্ছবি দেখা গেল ত্রিপুরার অমরপুর মহাকুমার যতনবারি অঞ্চলের মন্দির বাজার এলাকায়। প্রকাশ্য বাজারে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এক মৎস্য ব্যবসায়ীর পাশাপাশি একই পরিবারের আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাতসকালে প্রকাশ্য বাজারে এহেন ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দোষীদের শাস্তি ও মৃত-আহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তৃণমূল নেতার সুবল ভৌমিক(Subal Bhowmik)।

এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এদিন তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, “ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বারবার অভিযোগ জানানো হয়েছে রাজ্য সরকারকে। বিজেপি সরকারের আমলে দুর্বৃত্তদের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে আজ সকালে মৎস্য বাজারে দুষ্কৃতী হামলার শিকার হয়েছে একই পরিবারের তিনজন সদস্য। সিতন দাস, সনাতন দাস এবং লিটন দাস। অমরপুর মহকুমায় বাড়ি এই তিনজনের। আজ মন্দির বাজারে যাওয়ার সময় দুষ্কৃতীরা হামলা চালায় তাদের ওপর। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিতন দাসের। গুলিবিদ্ধ হয়ে আগরতলা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সনাতন দাস। আক্রান্ত তৃতীয় ব্যক্তি লিটন দাস জেলা হাসপাতালে চিকিৎসাধীন।”

আরও পড়ুন:আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সুবল ভৌমিক বলেন, “গোটা রাজ্যটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। কখন কোথায় কে আক্রান্ত হচ্ছে কেউ বলতে পারে না। যার উপর খুশি হামলা চালানো হচ্ছে। রাজ্যের মানুষ চরম আতংকের মধ্যে আছে, আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ত্রিপুরায়। তৃণমূলের তরফে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি যিনি মারা গিয়েছেন তার পরিবারকে যেন ২০ লক্ষ টাকা, এবং যারা আহত তাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিক সরকার।”

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...