করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার, বেড়েছে মৃত্যুও। বুধবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৫,৯১৪ জন। দৈনিক আক্রান্তের হার বেড়ে গিয়েছে ১৬.১৬ শতাংশ। ২৪ ঘন্টায় মৃত ৬৬৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুধবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮৫ হাজার ১৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ২৪ ঘন্টায় ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। সবমিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ১২৭ জন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে একটিভ করোনা রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৩ হাজার ১৮। পাশাপাশি করোনাকে হারিয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন।
India reports 2,85,914 new #COVID19 cases, 665 deaths and 2,99,073 recoveries in the last 24 hours
Active case: 22,23,018
Daily positivity rate: 16.16%Total Vaccination : 1,63,58,44,536 pic.twitter.com/hpxnJKfSep
— ANI (@ANI) January 26, 2022
অন্যদিকে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৩ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫ নমুনা পরীক্ষা হয়েছে।
