Monday, August 25, 2025

Bankura: বাঁকুড়ায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে নজর কাড়ল সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ

Date:

Share post:

সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। বাঁকুড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। পাশাপাশি জাতীয় সঙ্গীত এবং ৭৩টি বেলুন উড়িয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। জেলা পুলিশের তরফ থেকে অভিবাদন জানানো হয় জেলাশাসক ও পুলিশ সুপার কে। জেলাপুলিশের তরফে হর্ষফায়ার ও হর্ষধ্বনি দেওয়া হয়। জেলা পুলিশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে।

তবে এদিনের অনুষ্ঠানে কুচকাওয়াজে নজর কাড়ে জেলার অন্যতম মহিলা কলেজ বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ। কুচকাওয়াজে অংশ নিয়ে কলেজের মেয়েরা দ্বিতীয় স্থান অর্জন করে। কলেজের ছাত্রীদের এই সাফল্যে তাদের অভিনন্দন জানান কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ গুপ্ত। ছাত্রীদের এই সাফল্য আগামী দিনে রাজ্যস্তর এবং জাতীয় স্তরে আরও নানা ধরণের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহন করতে সাহস যোগাবে বলে আশাবাদী তিনি।

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কাটছাঁট করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্কুল-কলেজ বন্ধ থাকায় এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি স্কুল-কলেজের পড়ুয়ারা। কেবলমাত্র বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন যাদের ভ্যাকসিনের একটি হলেও ডোজ নেওয়া হয়েছে তারাই কেবলমাত্র আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাঁকুড়া জেলায় সাড়ম্বরে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস।

আরও পড়ুন- দিনভর গুগল ডুডলে থাকবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি

spot_img

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...