৬৯ বছর পর আনুষ্ঠানিকভাবে টাটার হাতে উঠল এয়ার ইন্ডিয়া

আনুষ্ঠানিকভাবে এবার এয়ার ইন্ডিয়া উঠলো টাটার হাতে। বৃহস্পতিবার এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর প্রক্রিয়া শেষের আগে বৃহস্পতিবার সকালে টাটা(TATA) গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ(N Chandrasekharan দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে।

গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে(Air India) ১৮ হাজার কোটি টাকার বিনিময় টাটা গোষ্ঠীর কাছে বিক্রি করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই শুরু হয়ে যায় বাকি সমস্ত প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটস (‘গ্রাউন্ড হ্যান্ডেলিং’ বা উড়ান বাদে অন্যান্য বিষয় সামলানো হয় যে সংস্থাকে দিয়ে)-এর ৫০ শতাংশ শেয়ারও টাটা গোষ্ঠীর অনুসারি সংস্থার কাছে হস্তান্তর হয়। বৃহস্পতিবার শেষ হল ১০০ শতাংশ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এবং সেই সঙ্গে পরিচালন ক্ষমতা সম্পূর্ণ ভাবে তুলে দেওয়া হল টাটা গোষ্ঠীর হাতে। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়া হাতে পাওয়ার পর লোকসানে চলা এই সংস্থাকে পুনরুজ্জীবনে একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা। নিয়োগ করা হয়েছে উড়ান শিল্পের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের।

আরও পড়ুন:TMC At Commission: গোয়ায় হেনস্থা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

উল্লেখ্য, বর্তমানে দেশের বিমানবন্দরগুলোতে ৪,৪০০টি ঘরোয়া এবং ১,৮০০টি আন্তর্জাতিক ল্যান্ডিং এবং পার্কিং স্লট রয়েছে এয়ার ইন্ডিয়ার সরাসরি নিয়ন্ত্রণে। দুনিয়া জুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৯০০টি এমন স্লট এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে। এখন টাটা গোষ্ঠীর হাতে যাওয়া এয়ার ইন্ডিয়ার মোট ১৪১টি বিমান রয়েছে। তার মধ্যে ৪২টি বিমান চুক্তির ভিত্তিতে অন্য জায়গা থেকে নেওয়া এবং ৯৯টি বিমান তাদের নিজেদের।