মর্মান্তিক! সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল বহু পথচারীকে। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত অবস্থায় বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এখনও পর্যন্ত ৫ জন মারা গিয়েছে বলে খবর। পলাতক বাসের চালক।

আরও পড়ুন:Weather Forecast: বঙ্গে অব্যাহত শীতের ব্যাটিং, তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই
জানা গেছে, বেপরোয়া গতিতে আসতে থাকা একটি বিদ্যুতচালিত বাস কানপুরের তাত মিল ক্রসিংয়ের কাছে নিয়ন্ত্রণ হারায়। এর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারী, বাইক এবং একাধিক ছোট গাড়িতে ধাক্কা মারে। এমনকী, একটি ট্রাফিক বুথেও ধাক্কা মারে বাসটি। তার পর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারার আগের মুহূর্তে ব্রেক থামাতে সক্ষম হন চালক। ততক্ষণে মারা গেছেন ২ জন। বেগতিক দেখে পালিয়ে যায় বাসের চালক। কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, চালককে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছেন পুলিশ।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
ট্যুইটারে রাষ্ট্রপতি লেখেন,”কানপুরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।”

कानपुर में हुई बस दुर्घटना में कई लोगों के हताहत होने की खबर से अत्यंत दुःख हुआ है। इस घटना में अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मेरी गहन शोक-संवेदनाएं। मैं घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।
— President of India (@rashtrapatibhvn) January 31, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে লেখেন, “দুর্ঘটনায় মৃত পরিবারদের আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।

कानपुर के बाबूपुरवा इलाके में हुए सड़क हादसे के बारे में जानकर बहुत दुख हुआ है। इसमें जिन लोगों को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं हैं। इसके साथ ही मैं इस दुर्घटना में घायल सभी लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) January 31, 2022
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন,”কানপুরের দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনার খবর পেলাম৷ মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল৷”
