Friday, August 22, 2025

রেলেও বঞ্চিত বাংলা: কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কোথাও হাজার টাকা, কোথাও শূন্য

Date:

Share post:

বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি(BJP) পর্যুদস্ত হওয়ার পর বাংলার প্রতি সরকারের বঞ্চনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। অন্যান্য ক্ষেত্রে তো বটেই এবার পশ্চিমবঙ্গের রেল প্রকল্পে(West Bengal Rail Project) আরো একবার দেখা গেল তারই প্রতিচ্ছবি। সদ্য শেষ হওয়া কেন্দ্রীয় বাজেটে(central budget) কার্যত ব্রাত্য থেকে গেল বাংলা। আর্থিক বরাদ্দ হিসেব কোনও প্রকল্প পেল ১০০০ টাকা, কোথাও আবার একেবারে শূন্য।

বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয়েছে জোনওয়াড়ি বিভিন্ন প্রকল্পে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট বরাদ্দ সংক্রান্ত ‘পিঙ্ক বুক’। সেখানে দেখা যাচ্ছে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা একাধিক রেল প্রকল্প তো বটেই, রাজ্যের অন্যান্য প্রজেক্টেও ২০২২-২৩ অর্থবর্ষে নগণ্য বরাদ্দের পথে হেঁটেছে মন্ত্রক। যেমন লক্ষীকান্তপুর নামখানা নতুন লাইন তৈরি প্রকল্পে কেন্দ্র বরাদ্দ করেছে মাত্র ১০০০ টাকা। হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে তারকেশ্বর-মগরা নতুন লাইন তৈরিতে, নিউ আলিপুর-আক্রা ও বজবজ-পুজালি অংশের ডাবলিংয়ে, তমলুক-দীঘা নতুন লাইন তৈরিতে এবং কাঁচরাপাড়া রেল কোচ ইউনিটে। পাশাপাশি কালীনারায়ণপুর-কৃষ্ণনগর ডাবলিংয়ে কোনও বরাদ্দই হয়নি। সাঁইথিয়া-তারাপীঠ, পলাশী-জিয়াগঞ্জ, লালগোলা-জিয়াগঞ্জ ডাবলিংয়েও মেলেনি বরাদ্দ। আন্দুল-বালিটিকুরি ডাবলিং প্রজেক্টে কোনও বরাদ্দ করেনি মোদি সরকার।

আরও পড়ুন:West Bengal: পুরভোট গণনার দিন জানা যাবে পরে, প্রচারে কিছুটা করোনা বিধি শিথিল কমিশনের

তবে বালুরঘাট-হিলি এবং ভাগীরথী নদীর উপর সেতু সহ আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ (জিয়াগঞ্জ) নতুন লাইন তৈরির প্রকল্পে বরাদ্দ কিছুটা বেড়েছে। রেলের বহু ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটেও বরাদ্দের পরিমাণ নামমাত্র। জামালপুর ওয়ার্কশপের জন্য বরাদ্দ হয়েছে এক লক্ষ টাকা। বাংলার প্রতি এই বঞ্চনার ছবি মোদি সরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও রেলের অবশ্য দাবি, পশ্চিমবঙ্গের প্রকল্পগুলির জন্য রেকর্ড পরিমাণ বরাদ্দ হয়েছে।

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...