Monday, January 12, 2026

‘গেট’ পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার, ৫ ফেব্রুয়ারিই হতে পারে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এগজ্যাম (গেট)।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছেন, নির্ধারিত সূচির ৪৮ ঘণ্টা আগে এভাবে পরীক্ষা স্থগিত করে দেওয়া যায় না। সেটা করলে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করা যায় না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইআইটি খড়্গপুর যদি শনিবার পরীক্ষা নিতে রাজি না থাকে, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে ‘গেট’ স্থগিত রাখতে পারে। কিন্তু শীর্ষ আদালত এ বিষয়ে কোনও নির্দেশ দেবে না।
আসলে করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। একাধিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এবারের গেট স্থগিত রাখা হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, গেট স্থগিত করে দেওয়া উচিত আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়। তবে সেই আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। বিচারপতিরা জানিয়ে দিলেন, তাঁরা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেবেন না।
শনি ও রবিবার এবং ১২ ও ১৩ তারিখ দু’দফায় ‘গেট’ হওয়ার কথা। আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ট্র্যাভেল পাসের ব্যবস্থা করা হয়েছে। আজ শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।তাই পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেওয়া হচ্ছে না।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...