Tuesday, August 26, 2025

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’, ফের পড়ল পোস্টার

Date:

Share post:

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’ লেখা পোস্টার পড়ল এবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।’ পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে লেখা রয়েছে ‘এলাকার অধিবাসীবৃন্দ।’ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

পোস্টার প্রসঙ্গে খড়গপুর (Kharagpur) শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, ‘ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না। সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করি বিজেপির পক্ষ থেকে। তাছাড়া, আমার নিজেও ব্যক্তিগতদিক থেকে মত, ওয়ার্ডের মানুষই প্রার্থী হলে ভালো হয়।’ তিনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে বলেন, ‘এই কাজ তৃণমূলের একাংশ করছেন ওই স্টিকারের নীল-সাদা রং দিয়ে। তৃণমূলই যে এবার তৃণমূলকে ইশারা করছে, তা পরিস্কার বোঝা যাচ্ছে।’

আরও পড়ুন-পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অসিত বসাক (Asit Basak) বলেন, ‘পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। আর এই কাজ মোটেই তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে করেনি। এটা বিজেপির কাজ। এই পোস্টার ওরাই করেছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। আগে ওরা জবাব দিক যে, এখানে যিনি বিধায়ক হয়ে জিতেছেন, তিনি কি আদৌ খড়গপুরের ? তিনি যদি খড়গপুরের বাসিন্দা না হয়েও এখানে বিধায়ক হয়ে থাকতে পারেন, তাহলে ওদের এই যুক্তি একেবারেই খাটে না। রাজনীতিতে এগুলো পুরোপুরি দেউলিয়া কথাবার্তা। বিজেপি (BJP) এখন দেউলিয়া রাজনীতি করার চেষ্টা করছে।’

 

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...