Tuesday, January 13, 2026

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’, ফের পড়ল পোস্টার

Date:

Share post:

‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই’ লেখা পোস্টার পড়ল এবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।’ পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে লেখা রয়েছে ‘এলাকার অধিবাসীবৃন্দ।’ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

পোস্টার প্রসঙ্গে খড়গপুর (Kharagpur) শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, ‘ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না। সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করি বিজেপির পক্ষ থেকে। তাছাড়া, আমার নিজেও ব্যক্তিগতদিক থেকে মত, ওয়ার্ডের মানুষই প্রার্থী হলে ভালো হয়।’ তিনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে বলেন, ‘এই কাজ তৃণমূলের একাংশ করছেন ওই স্টিকারের নীল-সাদা রং দিয়ে। তৃণমূলই যে এবার তৃণমূলকে ইশারা করছে, তা পরিস্কার বোঝা যাচ্ছে।’

আরও পড়ুন-পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অসিত বসাক (Asit Basak) বলেন, ‘পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। আর এই কাজ মোটেই তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে করেনি। এটা বিজেপির কাজ। এই পোস্টার ওরাই করেছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। আগে ওরা জবাব দিক যে, এখানে যিনি বিধায়ক হয়ে জিতেছেন, তিনি কি আদৌ খড়গপুরের ? তিনি যদি খড়গপুরের বাসিন্দা না হয়েও এখানে বিধায়ক হয়ে থাকতে পারেন, তাহলে ওদের এই যুক্তি একেবারেই খাটে না। রাজনীতিতে এগুলো পুরোপুরি দেউলিয়া কথাবার্তা। বিজেপি (BJP) এখন দেউলিয়া রাজনীতি করার চেষ্টা করছে।’

 

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...