Saturday, August 23, 2025

মাটির মানুষ ছিলেন, লতাজির সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হইনি: সুদেশ ভোঁসলে

Date:

Share post:

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে বাণিজ্য, সাহিত্য থেকে শিল্প, সব জগতের মানুষ কিংবদন্তি শিল্পীর প্রয়াণে বাকরুদ্ধ। স্মৃতির সরণি বেয়ে লতা মঙ্গেসকারকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁসলে। লতা মঙ্গেশকরের গান প্রসঙ্গে সুদেশ ভোঁসলে বলেন, “মনে হয় তাঁর গান শুধু শুনেই যাই। কখনও যেন শেষ না হয়। তাঁর গান, তাঁর কণ্ঠস্বর কখনও শেষ হবে না।”

কিংবদন্তী শিল্পীর সঙ্গে বেশ কয়েকবার কাজ করার সুযোগ হয়েছিল সুদেশ ভোঁসলের। লতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সুদেশ বলেন, “বড় হোক কিংবা ছোট, লতাজি সহশিল্পীদের খুব সম্মান করতেন। সকলের সঙ্গে মিশে যেতেন। তাঁর শরীরি ভাষায় কখনও প্রকাশ পেত না যে তিনি লতা মঙ্গেশকর। মাটির মানুষ ছিলেন, তাই লতাজির সঙ্গে গান গাইছি ভেবে আমরাও নার্ভাস ফিল করতাম না।”

এরপরই সুদেশ সুদেশ ভোঁসলে বলেন, “আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে, তাঁর সঙ্গে আমি গোটা দুনিয়ায় ঘুরেছি। ১৯৯৫ ও ১৯৯৭ সালে আমেরিকার বিভিন্ন প্রান্তে শো করেছি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে এক মঞ্চে গান গেয়েছি। এটা অবশ্য এখন মনে হয় গল্পকথা। কিন্তু, তা একেবারেই নয়, সত্যিই আমি গেয়েছি। আমেরিকায় ২৫ হাজার থেকে ৫০ হাজার মানুষের সামনে গান গেয়েছি। আমি যে গলা পরিবর্তন করে গান করতাম সেটা তাঁর খুব ভালো লাগত। এর জন্য আমি তাঁর কাছ থেকে অনেক প্রশংসাও পেয়েছি।”

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...