Saturday, November 22, 2025

Book Fair: কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ, লোগো উন্মোচন ঘিরে উন্মাদনা

Date:

Share post:

করোনা আবহে কোভিড বিধি মেনেই ২৮ ফেব্রুয়ারি শুরু হবে এবারের ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই নিয়ে তৃতীয়বারের জন্য থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত, করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে ।
প্রতিদিন বেলা১২ টা থেকে ৮ টা অবধি মেলা খোলা থাকবে। করোনার কারণে গত বছর বইমেলা হয়নি। তাই এই বছর সুষ্ঠভাবে বইমেলা আয়োজন করা চ্যালেঞ্জ গিল্ডের কাছে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবে না। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হয়। এটি শিল্পরূপ দিয়েছেন শিল্পী মাসুম রহমান। বাংলাদেশের বিশিষ্ট কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তিনি বলেন, কলকাতা বাংলাদেশের এক অনন্য বন্ধু । কলকাতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত।

গিল্ড কর্তৃপক্ষ জানান,আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন। এবং ৮৫টি স্টল বাংলাদেশের। প্রায় ৬০০ টি স্টল থাকবে। লিটিল ম্যাগাজিন এর প্রায় ২০০ টি স্টল থাকবে বইমেলায়। ৯ টি গেট থাকবে। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ।

রাজ্যের এবং দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করবেন। ৩ এবং ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ মার্চ উদযাপন হবে শিশু দিবস। ১১ এবং ১২ মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...