Friday, November 7, 2025

Atk Mohunbagan: নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ বাগান কোচের

Date:

Share post:

আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি (Northeast United fc) । শেষ ম‍্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর লিগ টেবিলে চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। দলের এই পারফরম্যান্সে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্ডো। শনিবারও নর্থইস্টের বিরুদ্ধে এই পারফরম্যান্স ধরে রাখতে চান তিনি।

শনিবার প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি, যারা চলতি আইএসএলে সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারছে না। তবে এই সব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। বরং শনিবারের ম‍্যাচে প্রতিপক্ষকে সমীহ ফেরান্ডোর। তিনি বলেন, “প্রতিটা দলই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। এখন ছয়টি দল রয়েছে যারা শেষ চারে যাওয়ার জন্য লড়াই করছে। এক্ষেত্রে প্রতিটা দলের বিরুদ্ধেই পরিকল্পনা আলাদা। ভালো লাগে যদি পরিকল্পনা কাজে লেগে যায়। আমাদের লক্ষ্য একই থাকবে, ফাঁকা জায়গার সঠিক ব্যবহার করতে হবে, আক্রমণাত্মক খেলতে হবে। সেরা মুহুর্তটি খুঁজে তা কাজে লাগাতে হবে। এটাই আমাদের শৈলী। তবে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলে যায়।”

নর্থইস্টের সর্বোচ্চ গোলস্কোরার দেশর্ন ব্রাউন, এতে কি তারা অতিরিক্ত আক্রমণাত্মক হবে? এই নিয়ে বাগান কোচ বলেন, “প্রতিটা ম্যাচেই আমাদের আক্রমণাত্মক কিছু বিপদের সম্মুখীন হতে হয়েছে। হায়দরাবাদে ওগবেচে, মুম্বইয়ে অ্যাঙ্গুলো-ক্যাসিনহো – ফলে এগুলি খুব স্বাভাবিক। এই মুহুর্তে লিগ খুব কঠিন। এরা খেলার মুহুর্তগুলিকে ব্যবহার করে। তবে আমরা আমাদের শৈলীতে নজর রাখব এবং তিন পয়েন্ট পাওয়ার দিকে জোর দেব।”

দলে বেশ কিছ ফুটবলারের হালকা চোট রয়েছে। এই নিয়ে ফেরান্ডো বলেন, “রয় কৃষ্ণা, উইলিয়ামস, কার্ল, হুগো বৌমোস, সুসাইরাজ অমরিন্দর সিং, দীপক টাংরি – এদের সবারই হালকা চোট রয়েছে। তবে কোয়ারেন্টিনের সমস্যা কাটিয়ে উঠে এখন সকল ফুটবলারই মোটামুটি তৈরি রয়েছে। খেলোয়াড়রা চোট সারিয়ে নিজেদের সেরাটা দিতে চায়। আর আমি খুশি আমাদের মেডিকাল টিমের জন্যও।”

আরও পড়ুন:Rohit Sharma: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনন্য নজির গড়ার সামনে ভারত অধিনায়ক

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...