ছোট আঙারিয়া কাণ্ডের মূল সাক্ষী বক্তার মণ্ডল প্রয়াত

পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া কাণ্ডের মূল সাক্ষী বক্তার মণ্ডল (Baktar Mondal) প্রয়াত। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গিয়েছে, সকালে বাজারে গিয়েছিলেন বক্তার। বাজার থেকে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বক্তারের। ব্লক তৃণমূলের তরফ থেকে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

এদিন বক্তার মণ্ডলের (Baktar Mondal) মৃত্যুর খবর পেয়ে ছোট আঙারিয়া গ্রামে তাঁর বাড়িতে যান গড়বেতার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ।

আরও পড়ুন-প্রসঙ্গ বিধানসভা: স্ট্যালিনকে টুইটারে জবাব রাজ্যপালের, ফের জুড়লেন মমতাকে

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জানুয়ারি, সদ্য জন্ম নেওয়া পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে বক্তারের বাড়িতেই ঘটে গিয়েছিল গণহত্যা। ৫ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল ছোট আঙারিয়া কাণ্ডে। মোক্তার খাঁ, রবিয়াল ভাঙি, হায়দার মণ্ডল, জয়ন্ত পাত্র এবং মুক্ত পাত্র (ভোঁদা) এই পাঁচ তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।

এখনও ছোট আঙারিয়া গণহত্যা মামলা বিচারাধীন। মেদিনীপুর জেলা আদালতে চলছে সাক্ষ্যগ্রহণ পর্ব। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পর মহম্মদ গ্রেফতার হন এই মামলায়। এরপর ফের নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। প্রসঙ্গত, প্রথমে এই মামলায় যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের অনেকেই বেকসুর খালাস হয়ে গিয়েছেন। কিন্তু মামলার মূল সাক্ষী বক্তার মণ্ডলের মৃত্যুতে মামলার ভবিষ্যৎ কী হবে তা সবারই অজানা।