Thursday, August 21, 2025

Bidhannagar : বিধাননগরের মেয়র কে? জল্পনা জিইয়ে মমতা জানালেন সিদ্ধান্ত উত্তরবঙ্গ থেকে ফিরে

Date:

Share post:

বিধাননগরে (Bidhannagar Municipal Election 2022) শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)  নাকি সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সেই জল্পনা জিইয়ে রেখে তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, উত্তরবঙ্গ থেকে ফিরে এসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন দলের সঙ্গে। তার পরেই সিদ্ধান্ত গৃহীত হবে।

সব্যসাচীর অনুপস্থিতিতে বিধাননগরকে রীতিমতো আগলে রেখেছিলেন কৃষ্ণা। তিনি জানান, দলনেত্রী যদি পতাকা হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়াতে বলেন, তাতেও রাজি তিনি। মমতা যে সিদ্ধান্ত নেবেন সেটাই তার কাছে শিরোধার্য।কৃষ্ণার এই মন্তব্যর কথা শোনার পর মমতা বলেন, ‘ জানি তো আমি! কৃষ্ণা আমার চিরকালের সঙ্গী। ১৯৮৪ সালে আমি যখন যাদবপুর থেকে সাংসদ হই, ও তখন আমার সঙ্গে ছিল। আমরা একসঙ্গে রান্না করতাম। আমার বাড়ি থেকে প্রেম করে বিয়ে করেছে ও।

বিধাননগর পুরভোটে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কৃষ্ণা চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন তিনি। বলেন,  মানুষের সেবা করাই মূল লক্ষ্য। দল যা বলবে, তাই করব।

ঘাসফুল শিবিরের হেভিওয়েট প্রার্থী হিসেবে বিধাননগরে জয়ী হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) ও সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সব্যসাচী ও কৃষ্ণা দুজনেই একসময় এই পুরনিগমের মেয়র পদে ছিলেন। মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী। তবে তৃণমূলে ফেরার পরও সহজেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। আর সব্যসাচী ইস্তফা দেওয়ার পর দায়িত্ব সামলেছিলেন কৃষ্ণা।

তিনি জানান, কাজ করতে ভালোবাসেন। তাই দলের কর্মী থাকতে পারছেন কি না, সেটাই তাঁর কাছে বড় কথা। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই তিনি গুরুত্ব দেবেন। মেয়র পদের দৌড়ে তিনি থাকছেন কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে, কৃষ্ণা বলেন, আমি দৌড়তে পারি না। বসে কাজ করতে ভালোবাসি। আমার কাছে কে মেয়র থাকবে না থাকবে সেটা বড় কথা নয়। দলের কর্মী থাকতে পারলাম কি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় জয় করতে পারলাম কি না, সেটাই বড় কথা।

অন্যদিকে ভোটের ফল সামনে আসার পরই সব্যসাচী দত্ত সস্ত্রীক কালীঘাটে যেতে দেখা গিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন তিনি। তাঁর স্ত্রী ইন্দ্রানীকে একটি শাড়িও উপহার দিয়েছেন মমতা। তবে মেয়র পদ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মেয়র পদ নিয়ে প্রশ্নের মুখে সব্যসাচী বলেন, ‘মমতারই আমাদের মেয়র।’

spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...