আইএসএলে (Isl) হার অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের (Sc EastBengal)। সোমবার কেরলা ব্লাস্টার্সের ( Keral Blasters) কাছে ১-০ গোলে হারল মারিও রিভেরার দল। কেরলের হয়ে একমাত্র গোলটি করেন এনেস সিপোভিচ।

ম্যাচে এদিন প্রথম থেকে নড়বড়ে দেখায় লাল-হলুদ ব্রিগেডকে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস করে রিভেরার দল। পাল্টা আক্রমণ চালায় কেরল। কিন্তু শঙ্কর রায়ের দক্ষতায় বেঁচে যায় লাল-হলুদ। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রাখে কেরল। যার ফলে ম্যাচের ৪৯ মিনিটে গোল করে কেরলকে এগিয়ে দেন এনেস সিপোভিচ। এরপর পাল্টা আক্রমন চালায় ইস্টবেঙ্গল। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। ম্যাচে এদিন নামেন রাহুল পাসওয়ান।


আরও পড়ুন:Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
