পারিবারিক বিবাদের জেরে সাতসকালে দু’দুটি খুন। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সরিষাহাটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও তদন্তকারী আধিকারিকরা। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:Weather Forecast:চড়ছে তাপমাত্রা,বিদায় বেলাতেও ফের বৃষ্টির পূর্বাভাস
ডায়মন্ডহারবারের সরিষাহাটে বাজার করতে এসেছিলেন বাগদার বাসিন্দা নুর সালাম। আচমকাই তাঁর উপর হামলা চালায় ৪ দুষ্কৃতী। বাজারের মধ্যেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান নুর সালাম। রক্তে ভেসে যায় এলাকা। ঘটনায় হতবাক স্থানীয়রা।
এরপর ওই চার দুষ্কৃতী পালাতে গেলে তাদের মধ্যে ২ জনকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপ্রহার। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক দুষ্কৃতীর। মৃত ওই দুষ্কৃতীটির নাম শরিফুদ্দিন মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রথমেই দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, নুর সালাম ও শরিফুদ্দিন মোল্লা সম্পর্কে ভায়রা ভাই। তাঁদের সম্পর্কে জটিলতা ছিল। পারিবারিক সেই সমস্যার জেরেই এই ভয়ঙ্কর পরিণতি। তবে এর নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
