Sunday, November 9, 2025

Haryana: বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণ (Private Sector Reservation)নিয়ে এবার খানিকটা স্বস্তিতে হরিয়ানা সরকার (Haryana Government)। ৭৫ শতাংশ সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত গ্রহন করেছিল হরিয়ানা সরকার তা কার্যকরী করার ক্ষেত্রে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই স্থগিতাদেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টকে।

প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে হরিয়ানা সরকার রাজ্য নাগরিক কর্মসংস্থান আইন ২০২০ পাশ করায়। সেই অনুযায়ী বেসরকারি চাকরিতে সেই রাজ্যের নাগরিকদের ৭৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বোচ্চ মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরির জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করে হরিয়ানা সরকার। সেই মতো ২০২২ এর ১৫ জানুয়ারি থেকে আইন কার্যকর হয়। এরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই আইনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। মামলার ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট আইনটি কার্যকর হওয়ায় স্থগিতাদেশ দেয়। এই আইনের কোনও যৌক্তিকতা নেই স্পষ্ট জানিয়েছিল হাইকোর্ট। যদিও হরিয়ানায় বাড়তে থাকা বেকার সমস্যার সমাধানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাল্টা যুক্তি দেয় হরিয়ানা সরকার।কিন্তু এই সিদ্ধান্ত আইনানুগ নয় বলে জানায় হাইকোর্ট। এরপর হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফেব্রুয়ারির শুরুতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় হরিয়ানা সরকার। সেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে হাইকোর্ট রাজ্য সরকারকে স্বপক্ষে যুক্তি দেওয়ার কোনও সময়ই দেয়নি। তাড়াহুড়ো করে মাত্র দেড় মিনিটের মধ্যেই স্থগিতাদেশ চাপিয়ে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার হাই কোর্টের সেই স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। আগামী এক মাসের মধ্যে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...