Saturday, November 8, 2025

চিকিৎসা শাস্ত্রেও হিন্দুত্ববাদ! কলকাতা মেডিক্যাল কলেজে হিপোক্রেটিকের বদলে চরক শপথ পাঠ

Date:

Share post:

চিকিৎসাশাস্ত্রেও এবার গৈরিকীকরণ! কলকাতা মেডিক্যাল কলেজে হিপোক্রেটিক শপথের বদলে হবু ডাক্তারদের পাঠ করানো হল চরক শপথ। গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের নামাঙ্কিত শপথে চিকিৎসকের ধর্ম পালনের কথা দিতেন ডাক্তারবাবুরা। এবার তার জায়গায় চরকের নামে হল শপথগ্রহণ!এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।

আরও পড়ুন:বীরভূমে ব্যবসায়ীকে গুলি করে খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

সোমবার এই ঘটনার পর বিক্ষোভ দেখায় এআইডিএসও, মেডিক্যাল সার্ভিস সেন্টার। হিপোক্রেটিক ওথ বদলে এবার চরক শপথ। প্রাথমিক প্রস্তাব এসেছিল আগেই। যাকে ঘিরে জন্ম নিয়েছিল জল্পনা। যদিও এ নিয়ে চূড়ান্ত কোনও নির্দেশিকা এখনও পাঠায়নি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল। যদিও যিনি শপথ পাঠ করিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রঘুনাথ মিশ্র জানিয়েছেন, এনএমসির (NMC) গাইডলাইন মেনে চরকের নামে শপথ নেওয়া হয়েছে।যা শুনে, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলছেন, ‘‘চরক শপথ পাঠ করানোর ঘটনাটি শুনলাম। এমনটা যে হবে, আমাকে কেউ কিছুই জানাননি। এর বেশি আর কী বলব!’’

এমবিবিএস পাশ করে চিকিৎসক পেশার শুরুতে কনভোকেশনে বিশ্ব জুড়ে হিপোক্রেটিক শপথ নিতেন চিকিৎসকেরা। ৭ ফেব্রুয়ারি আচমকা সেটি বদলের জন্য এনএমসি-র উদ্যোগ প্রকাশ্যে আসতেই বিরোধিতা করে সমস্ত সংগঠন। গৈরিকীকরণের অভিযোগ ওঠে। মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল শিক্ষার সঙ্গে পরিপূরক শপথকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ভারতীয় ঐতিহ্যবাদের নামে চরক শপথ পাঠ করানো কার্যত নজিরবিহীন ঘটনা৷ এই শপথ পাঠ মেডিকেল শিক্ষায় গৈরিকীকরণের নামান্তর। কারণ, চরক শপথ অবৈজ্ঞানিক বিষয়। এর মাধ্যমে হিন্দুত্ববাদকে তুলে ধরার চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন৷ আইএমএ-র রাজ্য সম্পাদক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন এ দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে এনএমসি-র চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা জানিয়েছিলেন বিষয়টি ঐচ্ছিক থাকবে। তার পরে কী ভাবে কলকাতা মেডিক্যাল কলেজে এটা হল তা জানি না।’’

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...