রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য

সকালে বাড়ি থেকে বের হন সৌমেন কুন্ডু। দুপুরে খেতে আসার কথা থাকলেও সে বাড়িতে ফেরেনি

এবার সিপিএমের এক নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হাওড়ায়। দক্ষিণ-পূর্ব রেলের আবাদা স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে রেল পুলিশ। জানা গিয়েছে মৃত সিপিএম নেতার নাম সৌমেন কুন্ডু (৪২)। তিনি হাওড়া চ্যাটার্জি হাটের ছোট ভট্টাচার্য পাড়া সিপিআইএম-এর শাখা সম্পাদক ছিলেন। খুন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শালিমার জিআরপি তদন্ত শুরু করেছে।

পরিবারকে সূত্রে খবর, গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হন সৌমেন কুন্ডু। দুপুরে খেতে আসার কথা থাকলেও সে বাড়িতে ফেরেনি। এরপর যখন অনেক রাত, তখনও বাড়ি না ফেরার পরিবারের লোক চ্যাটার্জি হাট থানায় নিখোঁজের অভিযোগ জানান। এরপর অনেক খোঁজ করার পর ভোররাতের দিকে রেল পুলিশ দেহ উদ্ধার করে।

আরও পড়ুন- যুদ্ধ শুরু? ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের