Actor Ferdaous : নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত পৌঁছালেন নায়ক ফিরদৌস

খায়রুল আলম, ঢাকা

২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। প্রচারে নামার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনায় জেরে নানান সমস্যার থেকে বাতিল হয়ে যায় অভিনেতার ভিসা। যার ফলে আড়াই বছরের বেশি সময় ভারতে প্রবেশ করতে পারেননি তিনি।

তাই আড়াই বছর পর অবশেষে মঙ্গলবার ভারতে পৌঁছালেন গেলেন অভিনেতা। সম্প্রতি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই ভিসা পেয়েছিলেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকা।

বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা ফিরদৌস, খ্যাতি পেয়েছিলেন ১৯৯৮ সালে কলকাতার বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে। কলকাতায় এই পর্যন্ত ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০০১ সালে ‘মিট্টি’ নামে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেন। অবশেষে ২২ ফেব্রুয়ারি ভারতে আসছেন ফিরদৌস।

আরও পড়ুন- রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য

Previous articleরেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য
Next articleমাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবে অফলাইনেই, কোন কোন পরীক্ষাকেন্দ্রে বসানো হবে সিসিটিভি?