Friday, November 7, 2025

Ukraine-Russia: বাইডেনের হুমকি,রাশিয়াকে চরম মূল্য দিতে হবে

Date:

Share post:

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্পষ্ট ভাষায় বলে দিলেন, অন্যায় কাজ করছে রাশিয়া। আমেরিকা শুধু ইউক্রেনের পাশে থাকবে তাই নয়, সব মিত্র শক্তিকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড, নরওয়ে, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে অবরোধ এবং নিষেধাজ্ঞা জারি করেছে। বাইডেন ইতিমধ্যে মিত্রশক্তির নেতাদের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার বিরুদ্ধে কিভাবে সামরিক অভিযান করা যায় সেনিয়ে আলোচনাও চালাচ্ছেন। ফলে এই যুদ্ধ  রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

আরও পড়ুন: Russia-Ukraine:তৃতীয় বিশ্বযুদ্ধ? ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ”যত প্রাণহানি ও সম্পত্তি ধ্বংস হবে তার জন্য রাশিয়া একা দায়ী থাকবে। আমেরিকা ও তার মিত্রশক্তি দেশগুলি মিলে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। বিশ্ব রাশিয়ার থেকে জবাবদিহি চাইবে।”তিনি আরও বলেন, ”আমি পরিস্থিতির দিকে নজর রাখব। আমার জাতীয় সুরক্ষা বাহিনীর থেকে নিয়মিত খোঁজও নেব। সকালেই আমি জি৭ গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে বৈঠকে বসব। আমাদের ন্যাটো সহযোগীদের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা।”

ইতিমধ্যেই একসঙ্গে ইউক্রেনের ১১ টি শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে রাশিয়ার কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। চারপাশ থেকে কালো ধোঁওয়া বেরনোর ছবিও প্রকাশ্যে এসেছে। এমনকি বিস্ফোরণের মুহূর্তে তীব্র আলো আর ধোঁয়ার মেঘের ভিডিও দেখা যাচ্ছে।রাশিয়ার ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল কিয়েভের বেশ কিছু জায়গা লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে বলেন, ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলিকে হামলা চালানো হচ্ছে। তবে ইউক্রেন মাথা নোয়াবে না। ইউক্রেন আত্মরক্ষা করবে এবং জিতবে।


ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন,ইতিমধ্যেই  রাশিয়ার হামলায় তাদের নৌসেনার প্রচুর ক্ষয়ক্ষতি।মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে ইউক্রেনের সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...