করোনা (Corona)সংক্রমণ নিয়ে স্বস্তি মিলছে বটে কিন্তু দৈনিক মৃত্যু স্বাস্থ্য মন্ত্রকের মাথাব্যথার কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (Death) হয়েছে ৩০২ জনের। গতকাল অর্থাৎ বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল ২৭৮।

Viral News: খনি থেকে মিলল হিরে! রাতারাতি শিরোনামে ইটভাটার মালিক

দেশ জুড়ে করোনা(Corona) সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী।বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১০২ জন।দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। পরিসংখ্যান বলছে গতকালের থেকে সংখ্যাটা অনেকটাই কম।এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জনের।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৯ জন।

সারা দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৩৮৫ জন। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৭২ জন, দৈনিক মৃত্যু ৭। কলকাতায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, তবে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা। রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে এই জেলা।
