ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

ত্রিপুরায় ক্রমশই বাড়ছে বিজেপি সরকারের অত্যাচার। বিশেষত তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে শনিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা, নেতৃত্বে ছিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিক।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কড়া হুশিয়ারী দিয়ে সুবল ভৌমিক বলেন, একটি মানুষের উপরও যেন কোনও আঘাত না আসে। প্রতিটা মানুষের নিজস্ব পছন্দের রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার আছে। বিজেপি সরকারের অত্যাচার ত্রিপুরার মানুষ আর মেনে নেবে না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সবসময় ত্রিপুরাবাসীর পাশে ছিল আছে থাকবে।

আরও পড়ুন- Assembly: বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন ধনকড়! মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল