হায়দরাবাদের ( Hyderabad) বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) তৃতীয় দিনে ২০১ নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলা (Bengal)। দিনের শেষে এক উইকেট হারিয়ে ৪ রান হায়দরাবাদের। হায়দরাবাদের থেকে ২৩৫ এগিয়ে অভিমন্যু ইশ্বরনের দল।

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভালই করে বাংলা। বাংলার হয়ে অর্ধশতরান শাহবাজ আহমেদের। ৪২ রান করে অনুষ্টুপ মজুমদার। ৪১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ২০১ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস। হায়দরাবাদের হয়ে তিনটি করে উইকেট নেন থঙ্গরাজন এবং তিলক ভর্মা। একটি করে উইকেট নেন চিন্তালা রেড্ডি এবং পুনিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। শূন্য রানে আউট হন তন্ময় আগরওয়াল। ক্রিজে রয়েছেন মিকিল জসওয়াল।

আরও পড়ুন:রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে না পোলান্ড, টুইট করে জানাল সে দেশের ফুটবল সংস্থা
