নারী দিবসে মহিলাদের জন্য দু’দিনের বিশেষ অধিবেশন আয়োজন নিয়ে স্পিকারকে চিঠি লকেটের

আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) প্রতিবছর মহিলা ও মেয়েদের জন্য দু’দিনের একটি বিশেষ অধিবেশন আয়োজন করতে চান হুগলির লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। এ নিয়ে লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিলেন সাংসদ।

আরও পড়ুন-যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া রাজ্যবাসীর পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামিকাল রাজ্যে ১০৮ পুরসভায় নির্বাচন। কিন্তু তেমন ভাবে রাজ্যে ভোট প্রচারে দেখা যায়নি বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (MP Locket Chatterjee)। তার মধ্যেই বিজেপি সাংসদ এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। চিঠিতে লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবছর মহিলা ও মেয়েদের জন্য দু’দিনের একটি বিশেষ অধিবেশন আয়োজন করতে চান লকেট চট্টোপাধ্যায়। যেখানে লকেট নারী ও মেয়েদের সমস্যা উত্থাপন করবেন।

 

Previous articleBengal: হায়দরাবাদের থেকে ২৩৫ রানে এগিয়ে বাংলা
Next articleIndia Team: লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার