Sunday, August 24, 2025

Shah Rukh Khan: প্রথম ঝলকে ধরা দিয়েও আবছা রয়ে গেলেন ‘পাঠান’ শাহরুখ খান

Date:

Share post:

আবছা রয়ে গেল তাঁর চেহারা, শুধু দেখা গেল চেনা স্টাইলে হেঁটে আসা আর চির পরিচিত কণ্ঠস্বর ” একটু অপেক্ষা করুন, পাঠানের(Pathan) সঙ্গে আলাপ হবে খুব শিগগিরি।”এভাবেই চার বছর পর বড় পর্দায় কিং খানের(King Khan)আবির্ভাব। মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের(Shah Rukh Khan) আগামি ছবি ‘পাঠান’-এর প্রথম ঝলক। টিজার শুরু হয় জন আব্রাহাম (John Abraham) আর দীপিকা পাড়ুকোনকে(Dipika padukone) দিয়ে। ধর্ম নেই, জাত নেই, তাই নামও নেই। তাহলে কী ভাবে ‘পাঠান’ (Pathan)হলেন তিনি? শাহরুখ খানের কথায়, উত্তর জানতে একটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Actress Srabanti : চেন -বাঁধা বেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি, বিপাকে শ্রাবন্তী

বুধবার দুপুরে নেটমাধ্যমে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ (Pathan)এর প্রথম ঝলক পোস্ট করে শাহরুখ লেখেন, “জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।”

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। চার বছর পরে ফের বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসআরকে (SRK)এর ফ্যানেরা। তবে দর্শকের সামনে এলেন না তিনি। যতই অনুরাগীরা তাঁর ছবিতে লম্বা চুল, দাড়ি বসিয়ে প্রতিক্ষায় মত্ত হোন না কেন, বলিউডের(Bollywood) ‘কিং’ এখনই ধরা দেবেন না। গুপ্তচরের ভূমিকায় যেন এখন থেকেই অবতীর্ণ হয়ে গেছেন বাদশা।

যেদিন ছবির ঝলক সামনে এল, ঘটনাচক্রে সেদিনই অর্থাৎ বুধবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। তাই একসাথে ডবল খুশি ‘মন্নত’ মালিকের জীবনে।’পাঠান’ এর যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে শাহরুখ স্পস্ট ভাবে ধরা না দিলেও, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন দর্শকদের সামনে এলেন। পরিচয় করালেন ‘পাঠান’-এর সঙ্গে। জানালেন ভারতই তাঁর ধর্ম, ভারতের কল্যাণই তাঁর কর্ম। আসছে সেই ‘পাঠান’।

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...