Monday, January 12, 2026

জিডিপি বৃদ্ধির হার কম, সামরিক খাতে বিপুল খরচের ঘোষণা করল চিন

Date:

Share post:

জিডিপি (GDP) বৃদ্ধির হার কমে গেলেও এবার সামরিক খাতে আরও খরচ বাড়ানোর ঘোষণা করল চিন (China)। প্রধানমন্ত্রী লি কেকুয়াং (PM Li Keqiang)  জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা খরচ করা হবে।

শনিবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় সামরিক খাতে ৭.১ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করলেন চিনের (China) প্রধানমন্ত্রী (Li Keqiang)। লাদাখ এবং তাইওয়ান ঘিরে অশান্তির মধ্যে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। উল্লেখ্য, ২০১৯ সালে চিনের সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

আরও পড়ুন: যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

শি জিনপিং সরকারের সামরিক খাতে খরচ বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। যা গত ১০ বছরে সর্বনিম্ন। চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বহু মাত্রায় বেশি ব্যয় করে বলে মত পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (Stockholm International Peace Research Institute) ২০২১ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চিনের সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ওই বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চিন। শীর্ষ স্থানে ছিল আমেরিকা। ওই দেশ প্রায় ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা খরচ করেছিল। তৃতীয় স্থানে ছিল ভারত। ভারত ২০২১ সালে সামরিক খাতে খরচা করেছিল প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...