Thursday, November 13, 2025

জিডিপি বৃদ্ধির হার কম, সামরিক খাতে বিপুল খরচের ঘোষণা করল চিন

Date:

Share post:

জিডিপি (GDP) বৃদ্ধির হার কমে গেলেও এবার সামরিক খাতে আরও খরচ বাড়ানোর ঘোষণা করল চিন (China)। প্রধানমন্ত্রী লি কেকুয়াং (PM Li Keqiang)  জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা খরচ করা হবে।

শনিবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় সামরিক খাতে ৭.১ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করলেন চিনের (China) প্রধানমন্ত্রী (Li Keqiang)। লাদাখ এবং তাইওয়ান ঘিরে অশান্তির মধ্যে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। উল্লেখ্য, ২০১৯ সালে চিনের সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

আরও পড়ুন: যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

শি জিনপিং সরকারের সামরিক খাতে খরচ বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। যা গত ১০ বছরে সর্বনিম্ন। চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বহু মাত্রায় বেশি ব্যয় করে বলে মত পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (Stockholm International Peace Research Institute) ২০২১ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চিনের সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ওই বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চিন। শীর্ষ স্থানে ছিল আমেরিকা। ওই দেশ প্রায় ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা খরচ করেছিল। তৃতীয় স্থানে ছিল ভারত। ভারত ২০২১ সালে সামরিক খাতে খরচা করেছিল প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা।

 

spot_img

Related articles

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

১৩ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সোনার দাম ঊর্ধ্বমুখি

বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২৪১০ ₹     ১২৪১০০ ₹ খুচরো পাকা সোনা    ১২৪৭০...

আবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

লাল কেল্লা বিস্ফোরণের পরে গোটা রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। তার মধ্যে বৃহস্পতিবার ফের বিস্ফোরণের (blast) খবরে চাঞ্চল্য...

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...